শুভ রাত্রি শুভেচ্ছা । Romantic Good Night Bangla sms । শুভ রাত্রি sms : If you are looking for Bangla Good night sms in Bangla font, then don’t worry you are in a right place. You can find best Romantic Bangla Good Night sms, শুভ রাত্রি শুভেচ্ছা, sms, ছবি and Good night quotes in Bengali lot more. we (Bengali)love to wish good night sms in Bangla to our close persons.
Also you can download all new Good night bangla sms photos, images, শুভ রাত্রি sms, ছবি, Subho Ratri quotes, Suvo Ratri wishes from our website.
The night is a time of peace when we can take a little rest, forgetting all our daytime worries, and dream of making tomorrow brighter than it is today. So every night we should go to sleep with positive thoughts. But we have many friends and relatives who go to bed at night with negative thoughts and stress. We have brought these Bangla Good Night sms for you to make their night dreams beautiful. You can easily copy these good night SMS in Bangla and send it to your friends and relatives through WhatsApp and Facebook.
Also Read
Bangla Good Evening sms
100+ সুপ্রভাত sms । Bangla Good Morning sms , ছবি ডাউনলোড
Contents
New Bengali Good Night Quotes । শুভ রাত্রি এর মেসেজ
আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাকে জানাই * শুভ রাত্রি *
Misty misty rat, akashe nei chad.
Meghe dhaka akash, thanda thanda batash
Ghumiye geche pakhi, miti miti alo dey jonaki.
Tomake janai “Suvo Ratri”
সকাল গেলো দুপুর গেলো, বিকেল শেষে সন্ধ্যা এল ,
এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই, জানাই শুভ রাত্রি,
গভীর ঘুমে স্বপ্ন লোকে, হয় যেন মিষ্টি,
নতুন প্রভাতের সন্নিকটে জানাই শুভ রাত্রি ।
Sokal gelo, Dupur gelo. Bikal seshe, Sondha alo.
Ekhon govir ratri.. Bondhu biday janai. Janai SHUVO- RATRI.
Govir ghume, sopno loke. Hoy jeno Misty.
Notun provate er sonnikote. Janai “SHUVO RATRI”
রাত শুধু আধার নয় ,একটু খানি আলো,,
রাত শুধু খারাফ নয়, স্বপ্ন গুলো ভালো,,
তাই ঘুমিয়ে পড়ো, ভালো থেকো ।
“” গুড নাইট “”
Raat sudhu adhar noy, ektu khani alo.
Raat sudhu kharap noy, sopno gulo valo ;
Tai ghumiye poro, valo theko.
“Good Night”
রাতের পাখিরা পাখনা মেলে, ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো, বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা, বলছে এবার ঘুমিয়ে পড়।
** শুভ রাত্রি **
Rater pakhira pakhna mele dakche tomay misti sure,
Uki diye chader alo bolche tomay ratri holo,
Akash desher nil porira bolche ebar ghumiye poro..
**GOOD NIGHT**
Bangla good night sms
Sad Good night sms in Bangla | Sad Gd N8 Wishes
রাতের আকাশে শুধুই তারা,
ক্লান্ত পাখির ঘরে ফেরা,
প্রতিদিনের মতো আজও রাতে
তোমার স্মৃতি তে ভরা~গুড নাইট ~
Ratar akasha sudhie tara . klanto pakhir ghora phera protidinr moto aj o rata tomar sriti te vora
“good night”
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে।।
জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ।।
মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে!
“” শুভরাত্রি “”
Haria jau ghumar dese , sopno gulo dakhcha esa
joria dhora kolar balis , janao tomar misti nalis .
monta hotat bolcha esa ,jaba naki porir dese
~ good night ~
Bangla good night sms
যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা।।
তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম একটি কথা।।
“” শুভ রাত্রি “”
রাত মানে পাখির আবার নীড়ে ফায়ার আসা,
রাত মানে চাঁদের আলোয় মিষ্টি ।।
ভালোবাসা রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায় স্বপ্নেরবেশ ।।
~শুভরাত্রি ~
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
“” শুভ রাত্রি “”
আজ আকাশে শুধুই লাখ তারার মেলা,
আজ রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা,
তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম তোমায় শুভ রাত্রি বলে।
~শুভ রাত্রী ~
Bangla good night sms
Also Read ,
250 + Sad Quotes in Bengali
All Romantic Love Quotes in Bengali
Bangla Good Night Kobita | শুভ রাত্রি কবিতা
মেঘলা আকাশ, বইছে বাতাস,
আবছা চাঁদের আলো, রাত হয়েছে,
ঘুমিয়ে পর, স্বপ্ন দেখো ভালো।
“” শুভ রাত্রি “”
সূর্য মামা অস্ত গেছে,
দিনের কোলাহল থিম গেছে।
পাখিরা সব নীড়ে ফিরে গেছে,
ফুলের সুবাশ শেষ হয়ে গেছে,
কিন্তু তোমাকে হয়নি বলা।
~ শুভ রাত্রী ~
“রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরে”“” শুভরাত্রি “”
শুভ রাত্রি স্ট্যাটাস । শুভ রাত্রি মেসেজ ও এসএমএস
“নিরব রাতের তারার হাসি
মিষ্টি হাওয়া বাজায় বাঁশি
চাদের আলাে ঝিলমিলিয়ে
আসছে নিশি খিলখিলিয়ে
ইচ্ছে আমার দিলাম লিখে
স্বপ্ন আসুক তােমার চোখে”~ শুভ রাত্রী ~
Bangla good night sms
“রাত আসে তারা নিয়ে,
ঘুম আসে স্বপ্ন নিয়ে,
আগামীকালের সকাল যেন
তোমার জন্য অনেক
খুশি নিয়ে আসে এই কামনা করি।”“” শুভরাত্রি “”
“সবার চোখে ঘুম এখন
নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো
বলতে পারো ?
কোন শুখের আসায় আমার
এই রাত জাগা?
কেনো মন আজ দিশে-হারা।~ শুভ রাত্রী ~
একটা দিন হারিয়ে গেলো
রাত্রী আসবে বলে,
একটা পাখি ডাকছে আপন
সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো
চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি
তোমাকে শুভ রাত্রি
বলবো বলে।“” শুভ রাত্রি “”
Good Night Quotes in Bengali Font । শুভ রাত্রি sms
বলবো না তোমায় আজ,
রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ,
স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে,
আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায়~ শুভ রাত্রী ~
নিভলো আলো রাত্রি এলো,
আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাঁসছে দেখো,
বলছে থেকো ভালো,
রাত তো অনেক হলো,
এবার ঘুমাতে যাও,
পাহারা দেবে এক ফালি চাঁদ,
নিশ্চিন্তে ঘুমাও।
আজ আকাশে শুধুই
লাখ তারার মেলা,
আজ রাতে করবো
স্বপ্ন নিয়ে খেলা,
তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো
মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম
তোমায় শুভ রাত্রি বলে।
~শুভ রাত্রি~
নিশিরাতে আমি করতে
এলাম চুরি,
ভয় করোনা ভুলেও
মারবোনা বাড়ি।
অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
আমি শুধু চুরি করবো
তোমার রাতের ঘুম।
///শুভ রাত্রি ///
রাত্রি হলেই শুয়ে পরো,
নতুন স্বপ্ন দেখার আশায়।
রাত্রি মানেই খোলা পথে,
হাত ধরে চলা।
রাত্রি মানেই ঘুমিয়ে পরো,
Good Night বলা।
পুরােনাে চাল ভাতে বাড়ে
আর পুরােনা দুঃখ রাতে বাড়ে।
<<<শুভ রাত্রি >>>
এক রাশ রাতের মিটিমিটি তারা,
এক মুঠো জোস্নার আলো,
এক চিমটি আকাশের নীল।
সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
“শুভ রাত্রি”
বলো তো কোন সে বীর
গান গাই মারে তীর,
জানতাম পারবেনা,
মশা মেরে ঘুমিয়ে পর।
“শুভ রাত্রি”
Bangla good night sms
জানালার কাছে গিয়ে দেখো,
কেও একজন তোমার হাঁসি
মুখটা দেখবে বলে বসে আছে,
কি ভাবছো?
চাঁদ বসে আছে…
কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ
করতে পাঠিয়েছি।“” শুভ রাত্রি “”
হারিয়ে যাও ঘুমের দেশে,
স্বপ্নগুলা বলছে এসে।
জড়িয়ে ধরো কোলের বালিশ,
জানাও তোমার মিষ্টি নালিশ।
মনটা হটাৎ বলছে এসে,
যাবে নাকি পরীর দেশে!
“শুভ রাত্রি”
দিন গেল ফুরিয়ে,
রাত এসেছে দাঁড়িয়ে।
পড়াশোনা ছেড়ে চলো
ঘুমিয়ে পড়ি এখন,
সপ্ন যেন দেখতে পাই
মনের মতন।
“গুড নাইট “
চোখ দুটি বুজে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার চোখ মেলে দেখবো সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক রাত হলো এবার দাও ঘুম সাগরে ডুব ।
~শুভ রাত্রি ~
তুমি আমার নীল আকাশ আমি তোমার তারা ।
সুখ দুঃখ হাঁসি দিয়ে জীবন মোদার ভরা ,
আধার কালো আকাশ কোনো তুমি আমার ঊষা ।
হৃদয় মাঝে আছো তুমি আমার ভালোবাসা ,
“” শুভরাত্রি “”
Top 200+ Sad quotes in bengali | Best Bangla sad quotes That make you Cry
Good Night Bangla Shayari
{গুড নাইট বাংলা সাইরি}
তুমি আমার কবিতার ছন্দ ,
আমি তোমার কোলি ।
অনেক তোমাকে ভালোবাসি ,
কেমন তোমাকে বোলি ।
~শুভ রাত্রি ~
Bangla good night sms
কোনো এক সন্ধ্যায় যদি ,
দেখা হয় তোমার আমার ।
ফুলের গন্ধ মাখা স্মৃতির ,
অঝোর বৃষ্টি ঝরায় ।
“” শুভ রাত্রি “”
আকাশ এর জন্য চাঁদ ওঠে ,
ভ্রমণ এর জন্য ফুল ফোটে ।
মধুর ডাক কোকিল এর ঠোঁটে ,
রাতের জন্য সূর্য যায় পাঠে ।
~শুভ রাত্রি ~
আজ তুমি নাই সাথে ,
ঘুম আসে না গভীর রাতে ।
ফেলে আসা স্মৃতি পাতায় ,
বিনিদ্র নিশী জেগে কাটায় ।
“” শুভরাত্রি “”
তুমি আমার ভোর ঘুম ভাঙানো ঘোর ,
তুমি আমার পুরো সময় ।
তুমি আমার সাথী ,
অন্ধকারের বাতি ।
“” শুভ রাত্রি “”
Bangla good night sms
স্মৃতি গুলো মনের সাথে করে কানা কানি ,
বেলা শেষে এক মুঠো সুখ খুঁজে আনি ।
অনুভতি গুলো হয়েছে আজ প্রবাসী ,
এমন সময় ডাকছে তোমায় চাঁদ মামা আর মাসি ।
“” শুভরাত্রি “”
রাতের বলায় আলতো আদোর ,
একটু আমার অধিকার ।
তোমার হাসি তে মুগ্ধ আমি ,
অনুভতি গুলো শুধু ভালো বাসার ।
“” শুভ রাত্রি “”
আমার স্মৃতির খুব গভীরে ,
তুমি আছো মিশে ।
থাকো পাশে জড়িয়ে বুকে ,
অনেক ভালোবাসে ।
“” শুভ রাত্রি “”
অন্তর ছুঁয়েছে আদরের শশী ,
দু চোখ ঢুল ঢুল নেমে আসে হাঁসি ।
আকাশে জল জল করে নক্ষত্র ,
পাঠিয়ে দিলাম রাত্রির শুভ পত্র।
“” শুভ রাত্রি “”
রাতের আকাশে শুধুই তারা,
ক্লান্ত পাখির ঘরে ফেরা,
প্রতিদিনের মতো আজও
রাতে SMS-এ গুডনাইট সারা।
শুভ রাত্রি
আসবো রাতের স্বপ্ন হয়ে,
থাকবো আমি কাছে,
চোখ খুলতেই চলে যাবো
ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি
আজ এই রাতে,
শুভ রাত্রি জানায়
ভালোবাসার সাথে ।
<<<শুভ রাত্রি>>>
সূর্য মামা অস্ত গেছে,
দিনের কোলাহল থেমে গেছে।
পাখিরা সব নীড়ে ফিরে গেছে,
ফুলের সুবাশ শেষ হয়ে গেছে,
কিন্তু তোমাকে হয়নি বলা।
<<শুভ রাত্রি>>
শুভ রাত্রি বন্ধু । শুভ রাত্রি প্রিয়তমা । Bangla Good Night wish for Girlfriend
Everyone wants to send good night sms to their friends and girlfriend or wife also. Sending a Good night wish in your mother tongue Bangla make them to feel for you. Here’s the collection of all Romantic Bengali good night sms in Bangla font.
জোনাকি জ্বলে গভীর রাতে,
কথা বলি হওয়ার সাথে,
চাঁদকে বলি চুপটি করে,
যাও তুমি বন্ধু ঘরে,
গিয়ে তুমি বোলো তারে,
তাকে খুব মনে পরে।
“শুভরাত্রি “পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে
আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পরো
না ঘুমালে আড়ি।
♥শুভ রাত্রি ♥
নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
তোমায়
♥শুভ রাত্রি ♥
স্বপ্ন মানে দিনের শেষ,
স্বপ্ন মানে নেশা,
স্বপ্ন মানে রাতের মাঝে
লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দুঃখ ভুলে
নতুন পথের যাত্রী,
স্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায়
♥শুভ রাত্রি ♥
Good Night Image Download | গুড নাইট ছবি ডাউনলোড





Final Word About Good Night Bengali sms | শুভ রাত্রি শুভেচ্ছা
These are the total collection of Best Bangla Good Night sms, Good night quotes in Bengali, শুভ রাত্রি sms, new Good night Bengali sms photos, images . Thanks for visiting our website. How do you feel to read these Romantic Good night bangla sms and quotes? Share these quotes to your close ones and valentines also. Tell us in our comment section and visit us to get new Bangla good night sms more.